পাচারের আগেই প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার বহরমপুরে, গ্রেফতার দুই
মুর্শিদাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ দু’জনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জালনোট। শুক্রবার ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন
পাচারের আগেই প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার বহরমপুরে, গ্রেফতার দুই


মুর্শিদাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ দু’জনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জালনোট। শুক্রবার ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ওই অস্ত্র বিহারের মুঙ্গের থেকে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। এক মহিলা ও যুবক ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। ওই দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথা ‍বলেন তাঁরা। এরপরই তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই মেলে সাফল্য। ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র ও জালনোট বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আলফাজ মণ্ডল এবং মনিকা বিবি, দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়ায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড তাজা কার্তুজ। এই বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বহরমপুর থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত দু’জনকেই দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। এই ঘটনার সঙ্গে অন্য কোনও বড় চক্রের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিং সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বহরমপুর থানা ও এসওজি টিম বিশেষ অভিযান চালিয়ে বহরমপুর স্টেডিয়াম থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার টাকার জাল নোট। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সমস্তটাই বিহারের মুঙ্গেরে তৈরি হওয়া। আগ্নেয়াস্ত্র মুঙ্গের থেকে নিয়ে এসে বহরমপুর হয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গিতে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই আগ্নেয়াস্ত্রসহ জাল নোট উদ্ধার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande