
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপাল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে মহুয়া যে মামলা করেছিলেন, তার রায়দান স্থগিত রাখা হল।
লোকপালের নির্দেশে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশও দিতে চায়নি আদালত। ফলে শুক্রবার আদালত থেকে খুব একটা স্বস্তি পেলেন না কৃষ্ণনগরের সাংসদ।
শুক্রবার দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মহুয়া, সিবিআই এবং লোকপালে অভিযোগকারী বিজেপি নেতা নিশিকান্ত দুবের বক্তব্য শুনেছে আদালত। বেঞ্চ জানিয়েছে, আপাতত রায়দান স্থগিত রাখা হচ্ছে। তবে লোকপালের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে মহুয়া যে আবেদন জানিয়েছিলেন, তাতে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হয়নি।
আদালতে লোকপালের নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছেন মহুয়া। সেই সঙ্গে নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশও চেয়েছেন। তাঁর আর্জি ছিল, যত দিন বিষয়টি দিল্লি হাই কোর্টে বিচারাধীন, তত দিন যেন সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না-করে, তা নিশ্চিত করা হোক।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত