সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের কাছে গুরুতর অভিযোগ শুভেন্দুর
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের কাছে গুরুতর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর অভিযোগ, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্রায় প্রতি দিন ফোনে
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের কাছে গুরুতর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবুর অভিযোগ, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্রায় প্রতি দিন ফোনে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এবং কথা বলছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রমাণও কমিশনের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দুবাবু। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম সংক্রান্ত আরও কিছু অভিযোগ জানিয়েছেন তিনি।

রাজ্যে এসআইআরের প্রস্তুতি খতিয়ে দেখতে চার দিনের সফরে রাজ্যে এসেছে কমিশনের প্রতিনিধিদল। ইতিমধ্যেই পাঁচ জেলার নির্বাচনী আধিকারিক (ডিইও) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)-দের সঙ্গে বৈঠক করেছেন প্রতিনিধিদলের সদস্যেরা।

শুক্রবার নিউ টাউনে ইভিএমের ‘ফার্স্ট লেভেল চেকিং’ (এফএলসি) নিয়ে একটি কর্মশালায় যোগ দিয়েছেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের প্রায় সব শীর্ষ পদাধিকারীই সেখানে রয়েছেন। কমিশনের কাছেই শুভেন্দুবাবু তাঁর অভিযোগগুলি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande