নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর অভিযোগ, মুখে কুলুপ রাজ্য নির্বাচনী দফতরের
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে মন্তব্যে নারাজ রাজ্য নির্বাচনী দফতর। শুভেন্দুবাবুর অভিযোগ, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে মন্তব্যে নারাজ রাজ্য নির্বাচনী দফতর।

শুভেন্দুবাবুর অভিযোগ, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্রায় প্রতি দিন ফোনে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এবং কথা বলছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে। এ প্রসঙ্গে রাজ্য নির্বাচনী দফতর থেকে এখনও কিছু বলা হয়নি। সূত্রের খবর, যেহেতু শুভেন্দু নির্বাচন কমিশনের কাছে ওই অভিযোগ (মুখ্যমন্ত্রী সংক্রান্ত অভিযোগ-সহ) জানিয়েছেন, তাই রাজ্য নির্বাচনী দফতর ওই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করবে না বা প্রতিক্রিয়া জানাবে না। যা বলার, কমিশনই বলবে। অথবা বলবে না।

কমিশন সূত্রের বক্তব্য, সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। শুভেন্দুবাবুর দাবি, কমিশনের প্রতিনিধিদল অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande