
উজ্জয়িনী, ২১ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনে গেলেন গায়ক জুবিন নটিয়াল। শুক্রবার ভোরে ভস্মারতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাকালের দর্শন করলেন সঙ্গীতশিল্পী জুবিন নটিয়াল। তাঁর পরনে ছিল গেরুয়া বসন। দর্শন শেষে মন্দির প্রাঙ্গণে তাঁকে শাল, প্রসাদ ও স্মারকচিহ্ন দিয়ে সম্মান জানায় মন্দির পরিচালন কমিটি। আরতির সময় মন্দির প্রাঙ্গনে দেখা যায় প্রচুর ভক্তের সমাগম ।
দর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। মন্দিরের শৃঙ্খলা, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি আরও বলেন , মহাকালের এই ধাম শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং এ এক শক্তির কেন্দ্র। তিনি দেশের সকল মানুষের মঙ্গল ও শান্তির জন্য মহাকালের কাছে প্রার্থনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য