বিদ্যুৎ মাশুল বৃদ্ধি রোধ সহ ছয় দফা দাবি, টিইসিএল-এর হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলনের
আগরতলা, ২১ নভেম্বর : বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে ছয় দফা দাবি নিয়ে সরব হল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশন (টিইসিএ)। শুক্রবার আগরতলায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান যে, রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি কোনভাবেই মেনে নেও
সাংবাদিক সম্মেলন


আগরতলা, ২১ নভেম্বর : বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে ছয় দফা দাবি নিয়ে সরব হল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশন (টিইসিএ)। শুক্রবার আগরতলায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান যে, রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি কোনভাবেই মেনে নেওয়া হবে না। ইতিমধ্যেই সাধারণ মানুষ উচ্চ বিদ্যুৎ বিলের চাপে পর্যুদস্ত—এ অবস্থায় নতুন করে মাশুল বাড়ানো হলে তা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে বলে জানান প্রতিনিধিরা।

টিইসিএ-এর পক্ষ থেকে আরও বলা হয়, গ্রাহকদের সম্মতি ছাড়া জোরপূর্বক স্মার্ট মিটার বসানো অনৈতিক। তাই অবিলম্বে ওই প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং ইতিমধ্যেই বসানো স্মার্ট মিটার বাতিল করার দাবি জানানো হয়। তাদের অভিযোগ, স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি, অতিরিক্ত বিল এবং প্রযুক্তিগত জটিলতা—সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে।

বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি দূর করতে এবং লোকসান কমাতে সংগঠনটি দুটি সাংগঠনিক দাবি তোলে। তাদের বক্তব্য, বিদ্যুৎ পরিবহণে অপচয় ও চুরি রুখতে কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি, আউটসোর্সিং বন্ধ করে টিএসইসিএল-এ স্থায়ী মিটার রিডার ও স্থায়ী লাইনম্যান দ্রুত নিয়োগ করতে হবে, যাতে পরিষেবার মান বৃদ্ধি পায় এবং রাজ্যের রাজস্ব ক্ষতি রোখা যায়।

সংগঠনের দাবি, রাজ্য সরকার গ্রাহকদের স্বার্থকে সর্বাগ্রে রেখে দ্রুত পদক্ষেপ নেবে। দাবিগুলি উপেক্ষা করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে টিইসিএ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande