জাজিল সীমান্তে বিএসএফের সিভিক অ্যাকশন কর্মসূচি, ছাত্রছাত্রী ও গ্রামবাসীর হাতে সামগ্রী বিতরণ
হবিবপুর, ২২ নভেম্বর ( হি. স.):- হবিবপুর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জাজিল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় অনুষ্ঠিত হল বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম। শনিবার দুপুরে ৮৮ নম্বর ব্যাটালিয়নের আগ্রা হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের
সামগ্রী বিতরণ


হবিবপুর, ২২ নভেম্বর ( হি. স.):- হবিবপুর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জাজিল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় অনুষ্ঠিত হল বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম। শনিবার দুপুরে ৮৮ নম্বর ব্যাটালিয়নের আগ্রা হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন দরকারি সামগ্রী তুলে দেওয়া হয়।স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হয় ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষাসামগ্রী। স্থানীয় মহিলাদের হাতে শাড়ি, পুরুষদের লুঙ্গি এবং মৎস্যজীবীদের জন্য প্রদান করা হয় মাছ ধরার জাল। পাশাপাশি স্থানীয় ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হয় ভলিবল ও ক্যারামবোর্ড।স্কুলের প্রধান শিক্ষক অজয় ভট্টাচার্য জানান, “বিএসএফের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছাত্রছাত্রী ও গ্রামবাসীর জন্য যে সহায়তা করা হয়েছে, তাতে সবাই অত্যন্ত খুশি।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৮ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট চন্দ্র রাম জিত, অন্যান্য বিএসএফ আধিকারিক, জাজিল গ্রাম পঞ্চায়েত ও আগ্রা হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের সদস্য সঞ্জীব পান্ডে, সরোজ সরকার, রাখাল মণ্ডলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande