বনবিভাগের উদ্যোগে সাপ উদ্ধার ও সংরক্ষণে বিশেষ কর্মশালা
বাঁকুড়া, ২২ নভেম্বর (হি.স.) : সম্প্রতি গ্রাম বাংলায় সাপের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বেড়েছে। অনেক ক্ষেত্রে সাপকে হত্যা করা হয়, যা স্থানীয় বাস্তুতন্ত্রে প্রভাব ফেলছে। এই প্রবণতা রোধ করতে এবং সর্প ভীতি দূর করতে বাঁকুড়া উ
বনবিভাগের উদ্যোগে সাপ উদ্ধার ও সংরক্ষণে বিশেষ কর্মশালা


বাঁকুড়া, ২২ নভেম্বর (হি.স.) : সম্প্রতি গ্রাম বাংলায় সাপের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বেড়েছে। অনেক ক্ষেত্রে সাপকে হত্যা করা হয়, যা স্থানীয় বাস্তুতন্ত্রে প্রভাব ফেলছে। এই প্রবণতা রোধ করতে এবং সর্প ভীতি দূর করতে বাঁকুড়া উত্তর বনবিভাগ শনিবার বেলিয়াতোড়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালায় রাজ্যের সাপ বিশেষজ্ঞরা অংশ নিয়ে বনকর্মীদের হাতে কলমে দেখিয়েছেন কীভাবে সাপকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ফেরানো যায়। উপস্থিত বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে বহু প্রজাতির সাপ রয়েছে এবং সাপের দেহ থেকে বিষ সংগ্রহসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চলছে।

বাঁকুড়া উত্তর বনবিভাগের আধিকারিক শেখ ফরিদ বলেন, “প্রতিটি বন বিভাগের দুজন করে কর্মী সাপ উদ্ধার ও সংরক্ষণের জন্য নিয়োজিত। কর্মশালায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাধারণত সাপ উদ্ধার করে দুই মাস পর্যবেক্ষণে রাখা হয়, এসময় সাপের দেহে থাকা জীবাণু ধ্বংস করা হয় এবং বিষ সংগ্রহ করে গবেষণার জন্য ব্যবহার করা হয়। এর পর সাপকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে মুক্তি দেওয়া হয়।”

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande