
বারাসাত, ২২ নভেম্বর ( হি. স.):-আমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় বড় সাফল্য পেল বারাসাত জেলা পুলিশ। বিএসএনএলের আন্ডারগ্রাউন্ড তামার তার চুরি এবং এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ও বারাসাত মহকুমা পুলিশ আধিকারিক আজিঙ্ক্য বিদ্যাধর আনন্দ জানান, বাড়ির গৃহকর্তা অনুপস্থিত থাকার সুযোগে ধারাবাহিকভাবে চুরি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে আমডাঙ্গা থানার পুলিশ তদন্তে নামে।থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে গঠিত তদন্তকারী দল প্রথমে সালমান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে গত ১৬ নভেম্বর সে এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে ঢুকে কাঁসা-তামার বাসনপত্র, রুপোর সামগ্রী ও অলঙ্কার চুরি করে। তার দেখানো পথেই উদ্ধার হয় চুরি হওয়া মাল।অন্যদিকে বিএসএনএলের আন্ডারগ্রাউন্ড কেব্লের তামার তার চুরির অভিযোগে আবু হোসেন এবং গফুর গোলদার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মিলেছে চুরি যাওয়া কেব্লের হদিস। পুলিশ জানিয়েছে, এই ধারাবাহিক চুরির পেছনে থাকা অন্যান্য ব্যক্তিদের দিকেও নজর রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়