
গোপীবল্লভপুর, ২২ নভেম্বর ( হি. স.): জঙ্গলমহলের গোপীবল্লভপুরে চালু হল ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট। আর সেখানেই চিকিৎসকের ভূমিকায় ফের দেখা গেল এলাকার বিধায়ক এবং পেশায় চিকিৎসক ডা. খগেন্দ্রনাথ মাহাতোকে। তাঁকে আগের পরিচিত রূপে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী। জেলার চারটি বিধানসভা এলাকায় এদিন আনুষ্ঠানিকভাবে মোবাইল মেডিকেল ইউনিট চালু করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন।ঝাড়গ্রাম জেলায় স্বাস্থ্য পরিষেবার বিস্তৃতি গত কয়েক বছরে ব্যাপকভাবে বেড়েছে—মেডিকেল কলেজ, তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল, নতুন ব্লক হাসপাতাল ও উন্নত স্বাস্থ্যকেন্দ্র তার প্রমাণ। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে আরও সহজে চিকিৎসা পৌঁছে দিতেই শনিবার থেকে শুরু হল ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা।সাঁকরাইল ব্লকের ফুলবনী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফিতা কেটে পরিষেবার উদ্বোধন করেন ডা. মাহাত। এরপর তিনি নিজেই রোগী দেখতে বসেন, শারীরিক পরীক্ষা করেন, প্রেসক্রিপশন লেখেন ও প্রয়োজনীয় ওষুধের পরামর্শ দেন। উপস্থিত ছিলেন বহু গ্রামবাসী, বিশেষত বয়স্ক মানুষ, মহিলা ও শিশুরা।এই মোবাইল ইউনিটে রয়েছে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের দল। হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার-সহ প্রায় ৩৫টি ডায়াগনস্টিক টেস্ট করা যাবে গাড়িতেই।গ্রামবাসীদের আশা—এই উদ্যোগ তাঁদের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন আনবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়