
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সূত্রের খবর, সোমবার বাড়ির বাথরুমে পড়ে যান কুণাল। গুরুতর আঘাত লাগায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। তবে তৃণমূল নেতার ঠিক কোথায় আঘাত লেগেছে, তা এখনও স্পষ্ট করেনি তাঁর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র মারফৎ জানা গেছে, এই মুহূর্তে কুণাল ঘোষ চিকিৎসাধীন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই এক্স রে, স্ক্যান সহ সব পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। পায়ে গুরুতর আঘাত লেগেছে। যদিও দল বা পরিবারের তরফ থেকে কুণাল ঘোষের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত কুণাল ঘোষ। তিনি প্রায় নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হন ও বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ