সাঁতরাগাছি ব্রিজে দুটি বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
হাওড়া, ২৪ নভেম্বর (হি.স.): সাঁতরাগাছি ব্রিজের ওপর ভয়াবহ দুর্ঘটনা। সোমবার দুপুর নাগাদ ব্রিজের উপর দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। একটি বাস অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অন্তত সাত জন জখম হয়েছেন বলে জানা
সাঁতরাগাছি ব্রিজে দুটি বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন


হাওড়া, ২৪ নভেম্বর (হি.স.): সাঁতরাগাছি ব্রিজের ওপর ভয়াবহ দুর্ঘটনা। সোমবার দুপুর নাগাদ ব্রিজের উপর দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। একটি বাস অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অন্তত সাত জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের অ্যাম্বুল্যান্সে করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কে–১১ নম্বর রুটের বাস কলকাতার দিক থেকে জাতীয় সড়কে ওঠার জন্য যাচ্ছিল। অন্যদিকে দিঘা থেকে হাওড়ার দিকে আসছিল যাত্রী বোঝাই একটি বাস। সেই সময়েই পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দু’টি বাসের। পুলিশ বাস দু’টি সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। একটি বাসের চালককে আটক করা হয়েছে। অন্য বাসের চালক পলাতক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande