ভারত–বাংলাদেশ সীমান্তে চোরাচালান রুখতে বিএসএফ-এর গুলি, আহত এক যুবক
ধর্মনগর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : সোমবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরার ধর্মনগরের ব্রজেন্দ্রনগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানের সময় বিএসএফ-এর গুলিতে এক যুবক আহত হন। ঘটনাটি ঘটে বিএসএফ-এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির অধীন
আহত


ধর্মনগর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : সোমবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরার ধর্মনগরের ব্রজেন্দ্রনগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানের সময় বিএসএফ-এর গুলিতে এক যুবক আহত হন।

ঘটনাটি ঘটে বিএসএফ-এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির অধীন বর্ডার আউটপোস্ট ব্রজেন্দ্রনগরের কাছে, সীমান্ত বেড়া লাইন নং ১৩৮-১৩৯ এবং গেট নং ১০-এর সামনে। আহত যুবকের নাম আকাশ দাস (২৭)। তিনি অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত গোপাল দাসের ছেলে।

অভিযোগ, আকাশ সীমান্তের কাঁটাতার ভেঙে বাংলাদেশে মাল পাচারের চেষ্টা করছিল। এ সময় কর্তব্যরত জওয়ানরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এক রাউন্ড গুলি চালানো হয় বলে জানিয়েছে বিএসএফ সূত্র। গুলিটি আকাশের পেটে লাগে।

আহত অবস্থায় তাকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা আপাতত স্থিতিশীল বললেও জানান, গুলিটি শরীরের ভেতরেই রয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ ও বিএসএফ জানিয়েছে। চোরাচালানের চেষ্টা এবং গুলি চালানোর ঘটনায় পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে। তবে আরেকটি সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande