শান্তিরবাজারে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক, আশঙ্কাজনক আরও এক
শান্তিরবাজার (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের কাছে জাতীয় সড়কে দু''টি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনা
মৃতদেহ উদ্ধার


শান্তিরবাজার (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের কাছে জাতীয় সড়কে দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। উদ্ধার করা দুই আরোহীকে প্রথমে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা গৌরাঙ্গ দেবনাথ (৪০) নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তিনি আর কে গঞ্জের বাসিন্দা এবং স্প্লেন্ডার বাইক চালাচ্ছিলেন। বাইকের রেজিস্ট্রেশন নম্বর টিআর ০৮ ৬১৬২। গুরুতর আহত অবস্থায় অন্য যুবক অস্মিত ভৌমিক (২০)-কে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর বাড়ি বেতাগায়। তিনি অন্য বাইক চালাচ্ছিলেন। রেজিস্ট্রেশন নম্বর টিআর ০১ এই ৮৪৪০।

পুলিশ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জানা যায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটে। পরে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বাইক জব্দ করে এবং দুর্ঘটনার বিষয়ে একটি মামলা রুজু করে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande