
মুম্বই, ২৫ নভেম্বর (হি.স.): স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করলেন প্রাক্তন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর কাছ থেকে ৫০ কোটি টাকাও দাবি করেছেন তিনি। স্বামীর জন্য হওয়া অর্থনৈতিক ক্ষতিবাবদই ওই টাকা দাবি করেছেন সেলিনা।
প্রাক্তন অভিনেত্রী সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের বিরুদ্ধে মুম্বইয়ের আন্ধেরির আদালতে গার্হস্থ্য হিংসা মামলা দায়ের করেছেন। পিটার হাগ অস্ট্রিয়ার বাসিন্দা। সেলিনা জেটলি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, পিটার হাগ একাধিকবার তাঁকে “মেইড সারভ্যান্ট” (গৃহকর্মী) বলে গালিগালাজ করেছেন — এমনকি তাঁকে নিয়ে বর্ণবাদী মন্তব্যও করেছেন, যা সেলিনার আত্মমর্যাদাকে নাড়িয়ে দিয়েছে। তিনি দাবি করেছেন, এই অবস্থা এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে এক রাতে হঠাৎ তাঁদের অস্ট্রিয়ার বাড়ি ছেড়ে ফিরে আসতে হয়েছে ভারতে।
আরও বিস্তৃত ভাবে, সেলিনা বলেছেন যে বিবাহের পর পিটার তাঁকে কাজ করতে বাধা দেন, তাঁর আর্থিক স্বাধীনতা ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হয়। তাঁর দাবি, পিটার তাঁর মালিকানাধীন মুম্বইয়ের বাড়িটিও নিয়ন্ত্রনে নেন।
তাছাড়া, সেলিনা তাঁর তিন সন্তান, উইনস্টন, বিরাজ ও আর্থার— এর হেফাজতের দাবি করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা