
কুরুক্ষেত্র, ২৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার হরিয়ানার কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র শঙ্খকে সম্মান জানাতে নবনির্মিত ‘পাঞ্চজন্য’-র উদ্বোধন করেন। এরপর, তিনি মহাভারত অনুভব কেন্দ্র ঘুরে দেখেন। মহাভারতের উল্লেখযোগ্য ঘটনা সমূহকে রেখা চিত্রের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে।
এরপর নবম শিখগুরু গুরু তেগ বাহাদুরের ৩৫০ তম আত্মবলিদান দিবস স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষ্যে তিনি একটি স্মারক মুদ্রা ও স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। উল্লেখ্য, গুরু তেগ বাহাদুরের ৩৫০ তম আত্মবলিদান দিবস স্মরণে ভারত সরকার বর্ষ ব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা