
কলকাতা, ৪ নভেম্বর, (হি.স.): মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। আর এসআইআর শুরু হতেই নড়েচড়ে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের দফতরে হাজির হয়ে রাজ্যের একাধিক জায়গায় বিএলও-দের হেনস্থার অভিযোগ ঘিরে ক্ষোভ উগরে দিলেন।
এদিন শুভেন্দুবাবু বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা গণতান্ত্রিক দায়িত্ব পালন করছেন, তাঁদের ওপর শাসকদলের লোকজনের হামলা হচ্ছে।” সেই সমস্ত ঘটনার খুঁটিনাটি তিনি বিস্তারিতভাবে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন।
একই সঙ্গে শুভেন্দু বাবু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। মঙ্গলবার কলকাতার রেড রোড থেকে এসআইআর বিরোধিতায় তৃণমূলের মিছিলের ঘোষণা ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ জানিয়ে বলেন, “মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে ওরা। যে সাংবিধানিক কাঠামোকে ভয় দেখাচ্ছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা আম্বেদকরের মূর্তির তলা থেকে মিছিল করবে! এই মিছিল ভারতীয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত