রাজ্যে শুরু এসআইআর, বুধে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এস‌আইআর চালুর পরপর‌ই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। উত্তরবঙ্গের তিন জেলায় এস‌আইআরের কাজ খতিয়ে দেখবেন তাঁরা। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর বৃহস্পতি,
বঙ্গে শুরু এসআইআর প্রক্রিয়া, বিএলও-রা পৌঁছে যাচ্ছেন ঘরে-ঘরে


কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এস‌আইআর চালুর পরপর‌ই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। উত্তরবঙ্গের তিন জেলায় এস‌আইআরের কাজ খতিয়ে দেখবেন তাঁরা।

বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন বুথে এস‌আইআরের কাজ দেখবেন তাঁরা। এই প্রতিনিধি দলে থাকবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি, ডেপুটি সেক্রেটারি অভিনব আগর‌ওয়াল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande