শিলিগুড়ির পতিতালয়ে তরুণীকে বিক্রি করার অভিযোগে দুই মহিলা গ্রেফতার
শিলিগুড়ি, ৪ নভেম্বর (হি.স.): চাকরি দেওয়ার অজুহাতে অসমের এক তরুণীকে শিলিগুড়ির একটি পতিতালয়ে বিক্রি করার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মহিলা পুলিশ। ধৃত শিলিগুড়ির বাসিন্দা নমিতা দাস এবং অন্যজন হলেন জমিরন নিশা অসমের বাসিন্দা। পুলিশ
শিলিগুড়ির পতিতালয়ে তরুণীকে বিক্রি করার অভিযোগে দুই মহিলা গ্রেফতার


শিলিগুড়ি, ৪ নভেম্বর (হি.স.): চাকরি দেওয়ার অজুহাতে অসমের এক তরুণীকে শিলিগুড়ির একটি পতিতালয়ে বিক্রি করার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মহিলা পুলিশ। ধৃত শিলিগুড়ির বাসিন্দা নমিতা দাস এবং অন্যজন হলেন জমিরন নিশা অসমের বাসিন্দা।

পুলিশ তাদের উভয়ের বিরুদ্ধে অনৈতিক পাচার আইন এবং জোরপূর্বক পতিতাবৃত্তির অভিযোগে মামলা দায়ের করে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে হাজির করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর, অসমের এক ২১ বছর বয়সী মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহিলা জানিয়েছেন যে, অসমের বাসিন্দা জমিরন নিশা তার পরিচিতদের সুযোগ নিয়ে তাকে শিশু যত্নের চাকরি দেওয়ার অজুহাতে শিলিগুড়িতে নিয়ে আসে এবং তারপর প্রতারণার মাধ্যমে তাকে রেড-লাইট এরিয়ার নমিতা দাসের কাছে বিক্রি করে দেয়।

অভিযোগ রয়েছে যে নমিতা দাস তাকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করেছিলেন। এই সময়ের মধ্যে মেয়েটিও গর্ভবতী হয়ে পড়ে। একদিন সুযোগ পেয়ে সে কোনওভাবে সেখান থেকে পালিয়ে সরাসরি মহিলা থানায় যায়, যেখানে সে পুরো ঘটনাটি সম্পর্কে অভিযোগ দায়ের করে। অভিযোগের পর, মহিলা থানার পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যে, অভিযুক্ত দুই মহিলা, জমিরন নিশা এবং নমিতা দাস পালিয়ে যায়। প্রায় এক মাস তদন্তের পর, মহিলা থানার পুলিশ সোমবার গভীর রাতে একটি রেড লাইট এরিয়া থেকে তাদের দুজনকেই গ্রেফতার করে। মঙ্গলবার পুলিশ উভয় অভিযুক্তকে আদালতে হাজির করে এবং মামলার তদন্তের জন্য তাদের রিমান্ড চেয়েছে, যাতে পুরো মানব পাচারকারী চক্রের মূলে পৌঁছানো যায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande