
কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): ময়দান স্টেশনে চুঁইয়ে জল ঢোকার কারণে মেট্রোর পরিষেবা ব্যাহত হয়েছে। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা চালু রয়েছে।
এ দিন দুপুর পৌনে তিনটে নাগাদ সমস্যার বিষয়টি সামনে আসায় বন্ধ রাখা হয় ওই নির্দিষ্ট অংশের মেট্রো পরিষেবা। মেট্রোর পক্ষ থেকে পুরো পথে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ