বন্দে মাতরমের ১৫০ বছর: মাতৃভূমির প্রতি শ্রদ্ধার মহোৎসব কলকাতা বিমানবন্দরে
কলকাতা, ৭ নভেম্বর ( হি. স.): দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি। এই ঐতিহাসিক উপলক্ষ্যে শুক্রবার কলকাতা বিমানবন্দরে পালিত হয় বিশেষ অনুষ্ঠান। বিমানবন্দর কর্তৃপক্ষ, কর্মী ও যাত্রীরা একত্রিত হয়ে একসঙ্গে গেয়ে ওঠেন “বন্দে মাতরম”
কলকাতা বিমান বন্দর


কলকাতা, ৭ নভেম্বর ( হি. স.): দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি। এই ঐতিহাসিক উপলক্ষ্যে শুক্রবার কলকাতা বিমানবন্দরে পালিত হয় বিশেষ অনুষ্ঠান। বিমানবন্দর কর্তৃপক্ষ, কর্মী ও যাত্রীরা একত্রিত হয়ে একসঙ্গে গেয়ে ওঠেন “বন্দে মাতরম”। বিমানবন্দরের এক কর্মকর্তা বিক্রম সিং জানান, “আমরা সবাই আজ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানাতে একসঙ্গে বন্দে মাতরম গেয়েছি। দেশপ্রেমের চেতনা নিয়েই আমরা এয়ারপোর্টের উন্নতির লক্ষ্যে কাজ করে যাব।” এই অনুষ্ঠান দেশপ্রেম, ঐক্য ও ভারতের গৌরবগাথার এক অনন্য প্রতীক হিসেবে চিহ্নিত হল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande