
কলকাতা, ৭ নভেম্বর ( হি. স.):- শুক্রবার জাতীয় সঙ্গীত “বন্দে মাতরম”-এর ১৫০তম বর্ষপূর্তি। বর্ষব্যাপী উদযাপনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উপলক্ষে গোটা দেশে একযোগে গাওয়া হয় “বন্দে মাতরম”-এর পূর্ণাঙ্গ সংস্করণ।পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেস, কলকাতা-সহ সিলদা, হাওড়া, আসানসোল ও মালদা বিভাগে এবং লিলুয়া, কাঁচরাপাড়া ও জামালপুর ওয়ার্কশপে রেলকর্মীরা একত্রে অংশ নেন এই সমবেত সংগীতে। পূর্ব রেলের মহাব্যবস্থাপক মিলিন্দ দেউস্কর-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই দেশাত্মবোধক কর্মসূচি।উল্লেখ্য, ১৮৭৫ সালের ৭ নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর অমর সৃষ্টি আনন্দমঠ উপন্যাসে প্রথম লিখেছিলেন “বন্দে মাতরম”। শক্তি, ঐক্য ও মাতৃভূমির প্রতি ভক্তির প্রতীক এই গান আজও ভারতের গৌরব ও আত্মমর্যাদার চিরন্তন প্রতীক হয়ে আছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়