
ময়না, ৭ নভেম্বর ( হি. স.):- ময়না ব্লকের বাকচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অর্থপ্রদান। এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপি নিয়ন্ত্রিত হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের পঞ্চায়েত সমিতি এই প্রকল্প বন্ধ করিয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।বিজেপির জেলা পারিষদ সদস্য উত্তম সিং জানান, “বাকচা ও গোজিনা ছাড়াও আরও নয়টি গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন হাজার উপভোক্তার লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল।” বিজেপি এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ময়না বিডিও অফিসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।অন্যদিকে, ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি শাজাহান আলি জানান, “দুটি গ্রাম পঞ্চায়েতসহ বেশ কিছু জায়গায় প্রকল্পের অর্থপ্রদানে সমস্যা হয়েছে। বিডিওর মাধ্যমে জেলাশাসকের দফতরে চিঠি পাঠানো হয়েছে। আশা করা যায়, এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হবে।”এদিকে, দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা বন্ধ থাকায় মহিলাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ উপভোক্তারা দ্রুত পরিষেবা চালুর দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়