রামপুরহাটে ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতা কর্মসূচি পালন
কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : বীরভূম জেলার রামপুরহাটে ট্রাফিক গার্ডের উদ্যোগেই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালিত হয়েছে। গাড়ি চালাও নিরাপদে এবং তাতেই জীবন রক্ষা পাবে, এই হল মূল স্লোগান। এর আয়োজক রামপুরহাট ট্রাফিক গার্ড। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এ
রামপুরহাটে ট্রাফিক বিভাগের উদ্যোগে কর্মসূচি


কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : বীরভূম জেলার রামপুরহাটে ট্রাফিক গার্ডের উদ্যোগেই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালিত হয়েছে। গাড়ি চালাও নিরাপদে এবং তাতেই জীবন রক্ষা পাবে, এই হল মূল স্লোগান। এর আয়োজক রামপুরহাট ট্রাফিক গার্ড। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল, সড়ক দুর্ঘটনা রোধ করা। সেইসঙ্গে পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। এই কর্মসূচির আয়োজনে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এবং নিরাপদেই চলাচলের জন্য বার্তা দেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাট (ট্রাফিক) অফিসার ইন চার্জ - গৌতম মণ্ডল সহ অন্যান্য ট্রাফিক কর্মীরা।

উল্লেখ্য, ট্রাফিক বিভাগের কর্মীরা এদিন মোটরবাইক থেকে শুরু করে স্কুটার অর্থাৎ দুই চাকা এবং চার চাকার গাড়িগুলিকেও থামিয়ে চালক থেকে শুরু করে গাড়ির আরোহীদের কাছে হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়েই আলোচনা করেন। যে সমস্ত মোটরবাইক চালক হেলমেটহীন, তাদেরকে হেলমেট না পরার ফলে জীবনের ঝুঁকি এবং দুর্ঘটনার সময় হেলমেট কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করতে পারে সেই সম্পর্কে অবহিত করানো হয়। একইভাবে, যেসব গাড়ি চালক ও যাত্রী সিটবেল্ট ব্যবহার করেননি, তাদেরও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande