ভোটারদের সহায়তায় উদ্যোগ তৃণমূলের , চাঁচল বিধানসভায় চালু ভোটার সহায়তা কেন্দ্র
চাঁচল, ৭ নভেম্বর ( হি. স.):- সাধারণ ভোটারদের সহায়তা ও সচেতনতার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু করা হল ভোটার সহায়তা কেন্দ্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ-এর উদ্যোগে এই কেন্দ্রটির উদ্বোধন হয়। চাঁচলের শিশি
ভোটার সহায়তা কেন্দ্র


চাঁচল, ৭ নভেম্বর ( হি. স.):- সাধারণ ভোটারদের সহায়তা ও সচেতনতার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু করা হল ভোটার সহায়তা কেন্দ্র। শুক্রবার আনুষ্ঠানিকভাবে চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ-এর উদ্যোগে এই কেন্দ্রটির উদ্বোধন হয়। চাঁচলের শিশির কলোনিতে অবস্থিত বিধায়কের বাসভবনেই স্থাপন করা হয়েছে এই সহায়তা কেন্দ্র।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রাবণী চৌধুরী, সহ-সভাপতি সামিউল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এলাকাবাসী ভোটাররা নিজেদের নাম ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকায় রয়েছে কিনা তা যাচাই করতে ভিড় জমান কেন্দ্রটিতে। পাশাপাশি, এসআইআর এনুমারেশন প্রক্রিয়ায় কোন কোন নথি প্রয়োজন তা বিস্তারিতভাবে জানতে চান তৃণমূল নেতৃত্বের কাছ থেকে।বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান, “দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনও সাধারণ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে।” রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের পরিবারগুলোর সঙ্গেও যোগাযোগ করে তাঁদের ফর্ম সংগ্রহে সাহায্যের আশ্বাস দেন তৃণমূল নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande