
গাড়ওয়া, ১০ ডিসেম্বর (হি.স.): স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ডের গাড়ওয়া জেলার অনজানিয়া গ্রামে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরেশ সাউ (৫০)। সুরেশ তার স্ত্রী তেতারি দেবীকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে চলতি বছরের জুন মাসে এই গাড়ওয়া জেলাতেই এক হৃদয়বিদারক ঘটনা ঘটে| যদিও সেসময় স্বামীকে খুনের অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে| বিয়ের মাত্র ৩৬ দিন পর স্বামীকে খাবারে বিষ মিশিয়ে খুন করার অভিযোগ ওঠে এক ২২ বছর বয়সী মহিলার বিরুদ্ধে| কীটনাশক মিশিয়ে স্বামীর খাবার তৈরি করেছিলেন সুনিতা, এমনই অভিযোগ উঠেছিল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ