
অযোধ্যা, ১১ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের অযোধ্যায় তীর্থযাত্রীদের একটি গাড়ির সঙ্গে ট্র্যাক্টরের সংঘর্ষে তিন জন পুণ্যার্থীর মৃত্যু হল। গুরুতর জখম হয়েছেন আট জন। ভোর ৫টা নাগাদ কল্যাণ ভদ্রসা গ্রামের কাছে অযোধ্যা-প্রয়াগরাজ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, মধ্যপ্রদেশের রেওয়া জেলা থেকে ১১ জনকে নিয়ে সুলতানপুর থেকে অযোধ্যার দিকে যাচ্ছিল গাড়িটি। চালক ঘুমিয়ে পড়ায় গাড়ি উল্টো লেনে চলে যায় এবং দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। ট্র্যাক্টরটি দাঁড়িয়েছিল, না কি রাস্তা দিয়ে যাচ্ছিল, সেটা এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ