ডোমজুড়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
হাওড়া, ১১ ডিসেম্বর (হি.স.): হাওড়া ডোমজুড় থানা অন্তর্গত মতিঝিল এলাকায় ব্যাটারি চালিত গাড়ি তৈরি করার কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডোমজুড় থানার মতিঝিল এলাকার ওএনজিসি রোডের এন
ডোমজুড়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন


হাওড়া, ১১ ডিসেম্বর (হি.স.): হাওড়া ডোমজুড় থানা অন্তর্গত মতিঝিল এলাকায় ব্যাটারি চালিত গাড়ি তৈরি করার কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ডোমজুড় থানার মতিঝিল এলাকার ওএনজিসি রোডের এনএস ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের কাছে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ করেন দমকলের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের বহুদূর থেকেও কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এমন অগ্নিকাণ্ডের ঘটনা দেখে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande