
কোরবা , ১১ ডিসেম্বর (হি.স.) : নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে তিন পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার এক নদীতে। পুলিশ ও এসডিআরএফের উদ্ধারকারী দল প্রায় ২৫ ঘণ্টার তল্লাশির পর বৃহস্পতিবার সকাল তিন জনের দেহ উদ্ধার করে।
মৃতদের মধ্যে রয়েছেন রুদ্র, যুবরাজ ও নেলশন। তারা স্থানীয় মানকা পাবলিক স্কুলের পড়ুয়া।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছে, স্কুল ছুটি হওয়ার পরে বুধবার সকালে তিনজনই নদীতে স্নান করতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। মোবাইল লোকেশন ও নদীর তীরে ছাড়া কাপড়, জুতো ও সাইকেল দেখে তাদের খোঁজা শুরু হয়। পুলিশ ও এসডিআরএফের উদ্ধারকারী দল প্রায় ২৫ ঘণ্টার তল্লাশির পর বৃহস্পতিবার সকাল তিন জনের দেহ উদ্ধার করে। তিনি আরও জানান, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য