
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় তিনটি পদক্ষেপের প্রস্তাব দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রবিবার রাজ্যপাল বলেন, পদক্ষেপ গ্রহণের মধ্যে রয়েছে বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত। দ্বিতীয়ত, আয়োজকদের গ্রেফতার। তৃতীয়ত, জনসাধারণের টিকিটের টাকা ফেরত দেওয়া। চতুর্থত, অবিলম্বে আয়োজকের অ্যাকাউন্ট ফ্রিজ করা। পঞ্চমত, প্রতিটি শহরে, বিশেষ করে কলকাতায়, জমায়েত পরিচালনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি থাকা উচিত। এমন একটি বীমা প্রকল্পও থাকা উচিত যেখানে দর্শকদের বীমা করা উচিত এবং প্রিমিয়াম আয়োজককে দিতে হবে।
শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে সি ভি আনন্দ বোস বলেন, আমি এই উদ্দেশ্যে গঠিত কমিটির সঙ্গেও দেখা করতে পারি, যার নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্যরা। এটি আমাদের সকলের জন্য একটি চোখ খুলে দেওয়ার মতো ঘটনা হওয়া উচিত। এই ঘটনাটি সর্বত্র ফুটবলপ্রেমীদের জন্য এবং কলকাতায়ও অকথ্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই ধরণের মণ্ডলী পরিচালনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি থাকা উচিত। কারণ যখন কোনও ব্যক্তিগত সংস্থাকে খেলাধুলোর বাণিজ্যিকীকরণ এবং অর্থোপার্জনের অনুমতি দেওয়া হয়, তখন জনসাধারণকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ