মেসিকাণ্ডে বাম আমলের অভিজ্ঞতার কথা তুলে কটাক্ষ কুণালের
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি স): “সিপিএমের কিছু বলার অধিকার নেই।” মেসিকাণ্ডে বাম আমলের নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “কমরেড, যুবভারতী ক্রীড়াঙ্গনে সেবার যে অত্যাচারটা মারাদোনার উপর
মেসিকাণ্ডে বাম আমলের অভিজ্ঞতার কথা তুলে কটাক্ষ কুণালের


কলকাতা, ১৪ ডিসেম্বর (হি স): “সিপিএমের কিছু বলার অধিকার নেই।” মেসিকাণ্ডে বাম আমলের নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

রবিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “কমরেড, যুবভারতী ক্রীড়াঙ্গনে সেবার যে অত্যাচারটা মারাদোনার উপর হয়েছিল, মাঠে লোক এবং মারাদোনাকেই খোঁচাখুঁচি, ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী জনতার আব্দার মেটাতে যে অত্যাচার করেছিলেন; তার পরিণতিতে তারপর মোহনবাগান মাঠের অনুষ্ঠানে সুভাষবাবুকে নিয়েই বেঁকে বসেছিলেন মারাদোনা। গাড়ি থেকে নামতে চাননি। ঐতিহাসিক মন্তব্য ছিল,' ওই টুপি পরা লোকটা এখানে থাকলে আমি মাঠে যাব না।' অনেক বুঝিয়ে নামাতে হয়েছিল। তবে মাঠে শট।

তারপর সাদা টুপির ভয়ে মঞ্চ এড়িয়ে সটান গাড়িতে। সামনে দাঁড়িয়ে দেখেছি। বলতে হয়েছিল, উনি আপনার পাশে থাকবেন না। তারপর মারাদোনা নেমেছিলেন। ভুলে গেলেন কমরেড? সেই জমানায় ফেসবুক ছিল না বলে মানুষ ভুলে যাবেন, তা কি হয়?

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আক্রমণের আগে এগুলো মনে রাখবেন। মারাদোনার পাশে সেবার সুভাষবাবু ছিলেন, মহেশতলায় সিপিএমের তখনকার সাংসদ শমীক লাহিড়ীও ছিলেন, এখন গণশক্তির সম্পাদক। এবারের ঘটনা লজ্জাজনক। অনেক কারণ আছে। আমরাও নিন্দা করছি। মুখ্যমন্ত্রী তদন্ত করাচ্ছেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande