তদন্ত কমিটি কারণ খুঁজে বের করবে, বিশৃঙ্খলা প্রসঙ্গে সৌগত
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): তদন্ত কমিটি কারণ খুঁজে বের করবে, লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা প্রসঙ্গে বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ তাঁর। কলকাতায় আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানে অব্য
সৌগত রায়


কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): তদন্ত কমিটি কারণ খুঁজে বের করবে, লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা প্রসঙ্গে বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ তাঁর। কলকাতায় আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানে অব্যবস্থাপনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় রবিবার বলেন, মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি তৈরি করেছেন। কমিটি যে কোনও কিছু খুঁজে বের করবে। তাই এই বিষয়ে মন্তব্য করা আমাদের কাজ নয়। একটি ক্রীড়া অনুষ্ঠানে রাজনীতি আনার জন্য আমি বিজেপির নিন্দা জানাই।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরের সময়ে শনিবার চরম বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ব্যাপক ভাঙচুর ঘটেছিল। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। রবিবারই এই ঘটনায় অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। দিন তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande