
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় রাজ্য সরকারকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার তিনি বলেন, ‘বিশ্ব দরবারে বঙ্গের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’ এ দিন তিনি মাঠে উত্তেজনার ছবি দেখিয়েও রাজ্য সরকারের তীব্র আলোচনা করেন। শুভেন্দুর আরও অভিযোগ, সাধারণ মানুষের উপরে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ।
শুভেন্দু এদিন এক্স পোস্টে জানান, আন্তর্জাতিক লজ্জা!!! সল্টলেক স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অভূতপূর্ব ব্যর্থতা কলকাতাকে 'বিশ্বব্যাপী হাসির পাত্র' করে তুলেছে। তিনি এবং তার অদক্ষ মন্ত্রীরা, যারা জনসাধারণের অনুষ্ঠানকে একটি বিশেষ ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করেছিলেন, যেখানে কেবল কয়েকজনেরই প্রবেশাধিকার ছিল, তারা তারকাকে জনসাধারণের দৃষ্টি থেকে আড়াল করতে সক্ষম হয়েছিল, কিন্তু অনুষ্ঠানের জন্য তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছিল, এই বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল।দুর্ভাগ্যজনক ঘটনাটি বিশ্ব মঞ্চে আমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে! ক্ষমা চাওয়া এবং কৌশলে 'বলির পাঁঠা'র উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া, তৃণমূল সরকারের চরম অযোগ্যতাকে ধুয়ে ফেলবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ