তেলিয়ামুড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির, উপকৃত শতাধিক মানুষ
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৪ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষদের উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চোখের ছানি অপারেশন শিবির অনুষ
চক্ষু চিকিৎসা শিবির


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৪ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষদের উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চোখের ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বি.আর.সি. হলঘরে এই শিবিরের আয়োজন করা হয়।

মহকুমার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ও গ্রামাঞ্চলের বহু মানুষ দীর্ঘদিন ধরে চোখের নানা সমস্যায় ভুগলেও আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারছিলেন না। বিশেষ করে চোখের ছানি একটি সাধারণ কিন্তু ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় বহু প্রবীণ নাগরিক ও দরিদ্র মানুষ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে ছিলেন। সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের চোখে নতুন আলো ফেরানোর লক্ষ্যেই এই মানবিক কর্মসূচি গ্রহণ করে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব।

রবিবার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব ও রাজধানী আগরতলার একটি বেসরকারি চক্ষু চিকিৎসা কেন্দ্রের যৌথ উদ্যোগে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় শতাধিক মানুষের বিনামূল্যে চোখের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর চোখের ছানি অপারেশন জরুরি বলে চিহ্নিত হয়, তাঁদের ক্লাবের ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে ওই চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। রোগীদের যাতায়াত, থাকা ও অপারেশন সংক্রান্ত সমস্ত খরচ ক্লাবের পক্ষ থেকেই বহন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। পাশাপাশি অপারেশন শেষে সুস্থ হয়ে ওঠার পর রোগীদের নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

শিবির চলাকালীন চিকিৎসকদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে ক্লাবের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। রোগীদের নাম নথিভুক্ত করা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সারিবদ্ধভাবে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা এবং প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম রোগীদের বিশেষ সহায়তা প্রদান—সব ক্ষেত্রেই তাঁদের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়।

এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, সম্পাদক পিন্টু দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। তাঁরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই ক্লাবের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তাঁরা।

উল্লেখ্য, প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত বছরেও ক্লাবের উদ্যোগে অনুরূপ চক্ষু শিবিরের মাধ্যমে ১৯ জন সুবিধাভোগী সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবছরের এই শিবির তেলিয়ামুড়া এলাকায় ব্যাপক প্রশংসা ও সাড়া ফেলেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande