
আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : আগরতলা শহরের উপকণ্ঠের বাবুল চৌমুহনী এলাকায় শনিবার সন্ধ্যায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তের নাম শঙ্কু চক্রবর্তী। রবিবার তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতার জের ধরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। শনিবার সন্ধ্যা রাতে আমতলি থানাধীন বাবুল চৌমুহনীর দুর্গাপুর এলাকার রাস্তার পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুব্রত চৌধুরী। দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের আঘাতে তার দেহ থেকে মুণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুব্রত চৌধুরীর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলি থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাতেই এই নারকীয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শঙ্কু চক্রবর্তী নামে এক যুবককে আটক করা হয়।
রবিবার আমতলি থানার ওসি পরিতোষ দাস জানান, এই ঘটনার সঙ্গে জড়িত নিন্টু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরী সহ আরও একজন অভিযুক্ত বর্তমানে পলাতক। তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ধৃত অভিযুক্ত শঙ্কু চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে বলেও তিনি জানান।
এই ঘটনায় নিহত সুব্রত চৌধুরীর ভাই তপন চৌধুরী আমতলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বাবুল চৌমুহনী এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ