তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা
অ্যাডিলেড, ১৬ ডিসেম্বর(হি.স.): কামিন্সকে ফিরিয়ে তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা হল আজ। আঘাতের কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে তিনি দলে ফিরলেন। তার পাশাপাশি অ্যাডিলেড টেস্টে ফেরানো হয়েছে
তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা


অ্যাডিলেড, ১৬ ডিসেম্বর(হি.স.): কামিন্সকে ফিরিয়ে তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা হল আজ।

আঘাতের কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে তিনি দলে ফিরলেন। তার পাশাপাশি অ্যাডিলেড টেস্টে ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও।

অ্যাশেজের তৃতীয় টেস্টে দুই পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করা মাইকেল নেসারের জায়গায় দলে নেয়া হয়েছে প্যাট কামিন্সকে। নেসার দ্বিতীয় টেস্টে ছ'টি উইকেট নিয়েছিলেন।

অপরদিকে, একাদশে ফিরেছেন নাথান লায়নও। লায়নকে ফেরাতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন প্রথম দুই টেস্ট খেলা ব্রেন্ডন ডগেট।

এদিকে অ্যাডিলেড টেস্টেও একাদশে জায়গা হয়নি ওপেনার উসমান খাজার। ইনজুরি থেকে ফিরলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া ওপেনিংয়ে হেড ও ওয়েদারল্ডের উপরই ভরসা রাখছে।

বুধবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ:

ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande