নাবালিকাকে যৌন নিপীড়নের দোষীকে ২০ বছরের কারাদণ্ড
রোহতক, ২০ ডিসেম্বর (হি. স.): আদালত নাবালিকাকে যৌন নিপীড়নের দোষী একজন ব্যক্তিকে শনিবার ২০ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। জরিমানা না দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তকে ছয় মাসের অতিরিক্ত সাজার বিধান রয়েছে। হরিয়ানার রোহতক জ
নাবালিকাকে যৌন নিপীড়নের দোষীকে ২০ বছরের কারাদণ্ড


রোহতক, ২০ ডিসেম্বর (হি. স.): আদালত নাবালিকাকে যৌন নিপীড়নের দোষী একজন ব্যক্তিকে শনিবার ২০ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। জরিমানা না দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তকে ছয় মাসের অতিরিক্ত সাজার বিধান রয়েছে।

হরিয়ানার রোহতক জেলার শিবাজি কলোনি থানার অন্তর্গত নিউ রাজেন্দ্রা কলোনির বাসিন্দা অভিযুক্ত ২০২৩ সালে মামলাটি দায়েরের পর থেকে বিচারাধীন ছিল। অভিযোগ অনুযায়ী, নাবালিকা যখন বাড়ির বাইরে খেলছিলেন, তখন অভিযুক্ত কনহাইয়া তাকে প্রলোভন দেখিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে অশ্লীল কাজ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে।

শনি‌বার মামলার শুনানিতে এডিশনাল সেশন বিচারপতি শৈলেন্দ্র কুমার অভিযুক্ত কনহাইয়াকে ২০ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকার জরিমানা করেন। পাশাপাশি, জরিমানা না দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তকে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande