ফতেহাবাদ : রাতিয়ার ট্যাক্সি স্ট্যান্ডের সামনে উদ্ধার এক যুবকের মৃতদেহ
ফতেহাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার ফতেহাবাদে রাতিয়া শহরের তোহানা রোডের ট্যাক্সি স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ । মৃতের নাম নাজাম সিং। বছর ২৫ এর ওই ব্যক্তি পালসারের বাসিন্দা । এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে এ
ফতেহাবাদ : রাতিয়ার ট্যাক্সি স্ট্যান্ডের সামনে উদ্ধার এক যুবকের মৃতদেহ


ফতেহাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার ফতেহাবাদে রাতিয়া শহরের তোহানা রোডের ট্যাক্সি স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ । মৃতের নাম নাজাম সিং। বছর ২৫ এর ওই ব্যক্তি পালসারের বাসিন্দা ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে এক ব্যক্তিকে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা । এরপর চিকিৎসার জন্য তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকেরা মনে করছেন , দীর্ঘক্ষণ ঠান্ডায় থাকার কারণেই এই মৃত্যু । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। মৃতের পরিবারকে খবর দেওয়া হয় । পরিবারের সদস্যরা জানিয়েছেন , মৃত নিজাম ছিলেন মাদকাসক্ত । শুক্রবার রাতে তিনি মত্ত অবস্থায় শুয়েছিলেন ট্যাক্সি স্ট্যান্ডে । তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande