শ্রীনগর বিমানবন্দরে ভুয়ো বিমান টিকিট কাণ্ড
বদগাম, ২০ ডিসেম্বর (হি.স.) : শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে ভুয়ো বিমান টিকিট পাওয়ার ঘটনার তদন্তে নেমে বদগাম পুলিশ সংশ্লিষ্ট এক ট্র্যাভেল এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, খানসাহিবের বু
শ্রীনগর বিমানবন্দরে ভুয়ো বিমান টিকিট কাণ্ড


বদগাম, ২০ ডিসেম্বর (হি.স.) : শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে ভুয়ো বিমান টিকিট পাওয়ার ঘটনার তদন্তে নেমে বদগাম পুলিশ সংশ্লিষ্ট এক ট্র্যাভেল এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, খানসাহিবের বুগ্রোর গ্রামের এক বাসিন্দাকে বিমানবন্দরের ড্রপ গেটে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় আটক করা হয়। যাত্রীর টিকিটে অসঙ্গতি ধরা পড়ায় বিমান সংস্থার কর্মীরা তা পরীক্ষা করে টিকিটটি জাল বলে নিশ্চিত করেন। এরপর যাত্রীকে হুমহামা পুলিশ চৌকির হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, যাত্রীটি একটি ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে টিকিটটি কিনেছিলেন। ওই এজেন্টই ভুয়ো ভ্রমণ নথি সরবরাহ করেছে বলে অভিযোগ। ঘটনার সূত্র ধরে সংশ্লিষ্ট ট্র্যাভেল এজেন্টকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সঙ্গে কোনও বৃহত্তর প্রতারণা চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande