
ফতেহাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার ফতেহাবাদে চাষের জমিতে মিলল এক কন্যা শিশুর ভ্রূণ । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে, ফতেহাবাদের চানকোঠি গ্রামে । ভ্রূণটি উদ্ধার হওয়ার পরই স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রামের এক বাসিন্দা গুরপিয়র সিং থানায় অভিযোগ দায়ের করে শনিবার সকালে। তিনি হরদৌলির বাসিন্দা গোপাল দাসের জমিতে কাজ করেন ।
তাঁর অভিযোগ, এদিন সকাল ৯ টা নাগাদ তিনি জমিতে এসে দেখেন একটি নবজাতকের ভ্রূণ পরে রয়েছে । পরীক্ষা করে জানা গেছে, ভ্রূণটি একটি কন্যার , যার বয়স সাত থেকে আটমাস। কৃষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও ভ্রূণটি উদ্ধার করে । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত , সেই বিষয়টি এখনও পর্যন্ত অধরা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক