
শ্রীনগর, ২০ ডিসেম্বর (হি.স.) : অবশেষে জাঁকিয়ে শীত পড়তে চলেছে জম্মু ও কাশ্মীরে। রয়েছে তুষারপাতের পূর্বাভাস , এমনটাই শনিবার জানানো হয়েছে আবহাওয়া দফতরের সূত্রে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সমতল অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টিপাত । উচ্চ পার্বত্য অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভাবনা । বারামুল্লা, কুপওয়ারা এবং বান্দিপোরাতে হতে পারে ভারী তুষারপাত । তাই এই অঞ্চলের বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে । ২১শে ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০শে জানুয়ারি পর্যন্ত থাকবে এই আবহাওয়া ।
এদিন , শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস । জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, মাতা বৈষ্ণো দেবী মন্দিরের বেস ক্যাম্প কাটরায় ১০ ডিগ্রি সেলসিয়াস, বাটোটে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, বানিহালে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ভাদেরওয়াহে তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক