
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : শিয়ালদহ বিভাগের ধুবুলিয়া ও মুরাগাছা স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ওই অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হবে।
রেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “২০/২১.১২.২০২৫, ২১/২২.১২.২০২৫ এবং ২২/২৩.১২.২০২৫ তারিখে ২৪০ মিনিট (রাত ১১:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত) ট্র্যাফিক ব্লকের । ফলে, ৫৩১৮১ শিয়ালদহ – লালগোলা যাত্রীবাহী ট্রেনের সময়সূচী ২০.১২.২০২৫, ২১.১২.২০২৫ এবং ২২.১২.২০২৫ তারিখে ৬০ মিনিটের জন্য বদলানো হবে। চলাচল করবে কৃষ্ণপুর পর্যন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত