বাস টার্মিনাসে দুষ্কৃতির ছক ভেস্তে দিল পুলিশ, হাতেনাতে গ্রেফতার ৬
শিলিগুড়ি, ২০ ডিসেম্বর ( হি. স.) : অসৎ উদ্দেশ্যে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে জড়ো হওয়া একদল দুষ্কৃতিকে হাতেনাতে ধরল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে সাদা পোশাকে অভিযান চ
গ্রেফতার


শিলিগুড়ি, ২০ ডিসেম্বর ( হি. স.) : অসৎ উদ্দেশ্যে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে জড়ো হওয়া একদল দুষ্কৃতিকে হাতেনাতে ধরল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে সাদা পোশাকে অভিযান চালিয়ে ধারালো অস্ত্র-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাস টার্মিনাসের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে দুষ্কর্মের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। খবর পাওয়ামাত্রই ভক্তিনগর থানার পুলিশ দ্রুত এলাকায় হানা দেয়। পুলিশকে দেখে দুষ্কৃতিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। তবে তৎপরতায় ৬ জনকে আটক করা সম্ভব হয়।ধৃতদের নাম নেপাল রাজবংশী, তাপস দাস ও পরিমল রায়—তিনজনই ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকার বাসিন্দা। এছাড়াও সুব্রত সরকার (নেতাজি নগর), মহম্মদ ইসমাইল (ইসলামপুর) এবং বাপ্পি মাহাতো (খোলাচাঁদ ফাঁফড়ি) গ্রেফতার হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। পলাতক দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande