
সাব্রুম (ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবাজারের বসুন্ধরা বন চেতনা কেন্দ্রে এক দিনের মৎস্য মেলা আয়োজনকে কেন্দ্র করে শনিবার মুখরিত হয়ে উঠে এলাকাটি। আধুনিক, লাভজনক ও বিজ্ঞানসম্মত মৎস্য চাষকে এগিয়ে নিতে দফতরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, মৎস্য দফতরের অধিকর্তা সন্তোস দাস, সমাজসেবক দীপায়ন চৌধুরী এবং বিধায়ক প্রমোদ রিয়াং-সহ অন্যান্যরা।
রিসা ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার সূচনা হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন দক্ষিণ জেলার মৎস্য দফতরের উপ-অধিকর্তা টিকেন্দ্র জমাতিয়া।
মেলায় বিভিন্ন স্তরের ৯ জন সফল মৎস্য চাষিকে মোমেন্টো ও শাল-চাঁদর প্রদান করে সম্মানিত করা হয়। পাশাপাশি দুষ্কৃতীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত প্রতিটি চাষিকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়, যা চাষিদের মধ্যে স্বস্তি ও নতুন আশা জাগিয়েছে। মেলায় আধুনিক মাছ চাষ পদ্ধতি, নতুন প্রযুক্তি, উন্নত জাতের মাছ ও তথ্যসমৃদ্ধ পোস্টার প্রদর্শনী বিশেষ আকর্ষণ ছিল।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, “বিজ্ঞানভিত্তিক চাষই ভবিষ্যতের পথ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন ও আয় দু’টোই বাড়বে।” তিনি আরও জানান, “একসময় বহিঃরাজ্য থেকে মাছ আনতে হত, এখন আমাদের চাষিরা স্বনির্ভরতার পথে দ্রুত এগিয়ে চলেছেন।”
দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত চাষিদের দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। সভাপতি প্রভাস লোধের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা ঘিরে উপস্থিত দর্শকদের মতে, এই উদ্যোগ নিঃসন্দেহে মাছ চাষে নতুন আগ্রহ সৃষ্টি করবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ