
জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়ির মালবাজার শহরের বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত জয়প্রকাশ পণ্ডিত নামে এক ব্যক্তির বাড়িতে শুক্রবার রাতে দুই ভাড়াটে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র তিন দিন আগে ওই বাড়িতে দুই যুবক উঠেছিলেন। নিহতদের নাম সঞ্জীব বর্মণ (২০) এবং অনুপ রায় (২১)। সঞ্জীব বর্মণ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত ছোট শালকুমার গ্রামের বাসিন্দা, আর অনুপ রায় মেদলি থানার অন্তর্গত ধূপঝোড়ার বাসিন্দা।
খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে সঞ্জীব বর্মণ এই মাসের ১৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। ফালাকাটা থানায় নিখোঁজ যুবকের নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয়ে। এরপর মোবাইল টাওয়ারের অবস্থানের ভিত্তিতে, ফালাকাটা থানার পুলিশ মালবাজার এলাকায় তার উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছিল।
ঘটনার খবর পেয়ে, শুক্রবার রাতে অনুপের পরিবারের সদস্যরা মালবাজার হাসপাতালে ছুটে যান। অনুপের বাবা হতবাক হয়ে কথা বলতে পারেননি। প্রতিবেশী বিতেন রাই জানান, মৃত ব্যক্তি তার পরিবারকে বলেছিলেন যে তিনি একটি মন্দিরে পুরোহিত হিসেবে কাজ করেন।
পুলিশ একটি ঘরের ভেতরে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উভয় যুবককে দেখতে পায়। মালবাজার থানার পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে। শনিবার, পুলিশ জানিয়েছে যে তারা তাদের পরিবারকে মৃত্যুর কথা জানিয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি