
নকশালবাড়ি, ২০ ডিসেম্বর (হি. স.) : গত তিন মাস ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল শিলিগুড়ির নকশালবাড়ির জাবরা ডিভিশনের চা শ্রমিকদের। অবশেষে শনিবার সাতসকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ।
নকশালবাড়ির জাবরা ডিভিশনের চা বাগানে খাঁচা বসানোর দাবিতে গত ১৩ই ডিসেম্বর বনদফতরে স্মারকলিপি পেশ করেন চা শ্রমিকরা। গত বৃহস্পতিবার খাঁচা বসানোর কাজ করে পানিঘাটা বনদফতর। এদিন ভোরে টোপে পড়ে খাঁচা বন্দি হয় চিতাবাঘ।
সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে চা শ্রমিকরা বনদফতরকে খবর দিলে বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে খবর।
এদিকে চিতাবাঘ খাঁচাবন্দি হত্তয়ায় স্বস্তির হাওয়া শ্রমিকদের মধ্যে। তবে চা বাগানে আরও চিতাবাঘ থাকতে পারে এই কারণে ফের খাঁচা বসানোর দাবি জানিয়েছেন চা শ্রমিকরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি