
মস্কো, ২২ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ মস্কোর ইয়াসেনেভা স্ট্রিটে গাড়ি বিস্ফোরণে প্রাণ হারালেন রাশিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ
। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। বিগত এক বছরে এই নিয়ে তৃতীয়বার কোনও রুশ জেনারেলকে লক্ষ্য করে এমন প্রাণঘাতী হামলা চালানো হল। এই ঘটনার নেপথ্যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান মস্কোর।
রাশিয়ার একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, । এদিন স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ৫৬ বছর বয়সি সারভারভ নিজের গাড়িতে ওঠার পর সেটি চলতে শুরু করলেই বিস্ফোরণটি ঘটে। তদন্তকারীদের দাবি, গাড়ির নিচে একটি শক্তিশালী বোমা আগে থেকেই রাখা ছিল। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়ির একাংশ উড়ে যায়।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফালিন সারভারোভের ‘হত্যা’র তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে সন্দেহ করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে হাত রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনীর।
হিন্দুস্থান সমাচার / সোনালি