

- সংবিধানিক কাঠামোর মধ্যেই কারবি আংলঙে আদিবাসী ভূমি অধিকার সুরক্ষার দাবি সমাধান হবে, মন্ত্রী ড. রণোজ পেগু
খেরনি (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : আদিবাসী ভূমি অধিকার সুরক্ষার দাবিতে গত ৬ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের চলমান অনশন ধর্মঘট প্রত্যাহার করেছেন কারবি জনগোষ্ঠীয় আন্দোলনকারীরা। সংবিধানিক কাঠামোর মধ্যেই কারবি আংলঙে আদিবাসী ভূমি অধিকার সুরক্ষার দাবি সমাধানের চেষ্টা করা হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই আশ্বাস পাওয়ার পর আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পশ্চিম কারবি আংলং জেলার অন্তর্গত খেরনি (ফেলাংপি)-তে চলমান অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ডা. রণোজ পেগু।
আজ সংবাদ মাধ্যমকে এই খবর দিয়ে ডা. পেগু জানান, খেরনিতে ভিলেজ গ্রেজিং রিজার্ভ এবং প্রফেশনাল গ্রেজিং রিজার্ভে বেদখলদারীদের উচ্ছেদ সহ দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির জরুরি সমাধানের দাবির ভিত্তিতে সংগঠিত আন্দোলনের অংশীদারদের সঙ্গে রাজ্য সরকার শীঘ্র ত্রিপাক্ষিক আলোচনা শুরু করবে বলে আশ্বাস দিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। অনুরোধে সাড়া দিয়ে তাঁরা আন্দোলন প্রত্যাহার করতে সম্মত হন, জানান শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু। মন্ত্রী জানান, ত্রিপাক্ষিক বৈঠক হবে অসম সরকার, কারবি আংলং স্বশাসিত পরিষদ এবং কারবি জনগোষ্ঠীয় আন্দোনকারীদের মধ্যে।
তিনি বলেন, ‘কারবি জনজাতি সম্প্রদায়ের উত্থাপিত বিষয়াবলি, বিশেষ করে ভূমি অধিকার ও আদিবাসী স্বার্থ সুরক্ষার দাবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলির প্রতি দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে নজর দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘সরকার সংবিধানিক কাঠামোর মধ্যেই এই বিষয়গুলির সমাধান করা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেছে।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, সংবিধান অনুযায়ী কারবি আংলঙের ভূমি সংক্রান্ত বিষয়গুলি কারবি আংলং স্বশাসিত পরিষদ-এর অধীনে পড়ে। ভূমি রাজস্ব ও সংশ্লিষ্ট বিষয়গুলি পরিষদ পরিচালনা করে এবং ষষ্ঠ তফশিলভুক্ত এলাকায় ল্যান্ড অ্যাডমিনিস্ট্ৰেশন সংক্ৰান্ত বিষয়গুলিতে রাজ্য সরকারের সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই।
মন্ত্ৰী ডা. পেগু বলেন, ‘সাম্প্রতিক বছরগুলিতে এমন কিছু ভূমিখণ্ডকে ঘিরে বিরোধ ও বিভ্রান্তি তৈরি হয়েছে, যেগুলি সরকারিভাবে প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ বা ভিলেজ গ্রেজিং রিজার্ভ হিসেবে নোটিফাইড নয়।’ তিনি বলেন, ‘এ ধরনের অস্পষ্টতার সঙ্গে ‘গ্রেটার কার্বি আংলং’-এর ধারণা এবং কারবি পরিচয় সংরক্ষণের বিষয়টি জড়িত থাকায় এর প্রভাব আরও ব্যাপক।’
ড. পেগু বলেন, ‘পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমি রাজ্য সরকারকে অনুরোধ করেছি যাতে অবিলম্বে আন্দোলনকারীদের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। এই অনুরোধের পরই অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।’
তিনি আরও জানান, কারবি জনগোষ্ঠীদের উত্থাপিত দাবিগুলি নিয়ে আলোচনা করতে এবং ভূমি-সংক্রান্ত সমস্যাগুলির একটি স্থায়ী, আইনসম্মত এবং ন্যায়সংগত সমাধানের পথ খুঁজতে সরকার শীঘ্রই সব পক্ষকে নিয়ে একটি আনুষ্ঠানিক বৈঠক করবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস