অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ গঠন ও সুশাসনে তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বলে জানান প্রধানমন্ত্রী। সোশ্যাল মি
অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ গঠন ও সুশাসনে তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বলে জানান প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি তাঁর সমগ্র জীবন সুশাসন এবং দেশ গঠনে সমর্পণ করেছেন। তিনি সুবক্তা এবং প্রেরণাদায়ক কবি হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর ব্যক্তিত্ব, কৃতিত্ব এবং নেতৃত্ব দেশের বহুমুখী বিকাশে পথপ্রদর্শক হয়ে থাকবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে এদিন তাঁর স্মৃতি স্থল ‘সদৈব অটল’-এ গিয়েও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী জির জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতি স্থল ‘সদৈব অটল’-এ গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সৌভাগ্য হয়েছে। জনসেবা ও দেশসেবায় সমর্পিত তাঁর জীবন দেশবাসীকে চিরদিন প্রেরণা যোগাবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande