
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন মহামতি পণ্ডিত মদন মোহন মালব্যর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মাতৃভূমির সেবায় সারাজীবন নিবেদিত প্রাণ ছিলেন।
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে জানিয়েছেন, মাতৃভূমির সেবায় আজীবন সমর্পিত ভারতরত্ন মহামতি পণ্ডিত মদন মোহন মালব্য জি'র জয়ন্তীতে সাদর শ্রদ্ধাঞ্জলি। তিনি দাসত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় চেতনাকে জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দেশের শিক্ষা জগতে তাঁর অতুলনীয় অংশগ্রহণ কখনও ভুলতে পারা যাবে না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ